আপডেট :
১৭ জুন ২০২৫, ৫:৩৭:৪০
বৃষ্টিতে শুরু ঢাকার সকাল, কমবে কি গরম?
সপ্তাহের শুরুতে রাজধানীবাসী পেলো কিছুটা স্বস্তি। আজ মঙ্গলবার সকাল থেকেই ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল, আর সকাল ৭টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। এ বৃষ্টি অনেকের জন্য যেমন স্বস্তির, তেমনি অনেক অফিসগামী মানুষের জন্য ভোগান্তির কারণও হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের উপকূল অতিক্রম করছে এবং এটি ধীরে ধীরে দেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এরই অংশ হিসেবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন ধরে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহিনুর রহমান বলেন, "আজ সকাল থেকে যেসব এলাকায় বৃষ্টি শুরু হয়েছে, তা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় দেশের আরও কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে, ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমবে।" গত কয়েকদিন ধরেই রাজধানীতে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। তাপমাত্রা কোথাও কোথাও ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। তবে আজকের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমে এসে ৩১-৩২ ডিগ্রির মধ্যে থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। অফিসপাড়ায় কথা হয় বেসরকারি চাকরিজীবী রুবিনা সুলতানার সঙ্গে। তিনি বলেন, "বৃষ্টিতে ভিজতে হয়েছে ঠিকই, কিন্তু গরম কমেছে বলে আজ একটু ভালো লাগছে।" তবে বৃষ্টির কারণে বিভিন্ন রাস্তায় যানজট, কাদা-পানি জমে থাকাসহ দুর্ভোগও দেখা দিয়েছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে। এতে করে গরম কিছুটা কমলেও আর্দ্রতা বাড়ায় ঘামঝরানো অস্বস্তি থেকেই যাবে।