প্রকাশিত :
২৩ জুন ২০২৫, ৫:৫০:৫৩
টানা কয়েকদিনের প্রচণ্ড গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পর অবশেষে ঢাকায় দেখা মিলল স্বস্তিদায়ক বৃষ্টির। সোমবার সকাল থেকেই আকাশে মেঘ জমতে শুরু করে। দুপুরের দিকে নগরীর বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। এতে কিছুটা হলেও গরমের দাপট কমেছে বলে জানিয়েছেন নগরবাসী।
সোমবার (২৩ জুন) দুপুরে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, বাড্ডা, মালিবাগসহ বিভিন্ন এলাকায় একযোগে বৃষ্টি শুরু হয়। কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও কোথাও আবার হয়েছে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি মাত্রার বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে আরও বৃষ্টিপাত হতে পারে। এতে করে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রাও ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন,
“বর্তমানে দেশে সক্রিয় মৌসুমি বায়ু অবস্থান করছে। এটি বৃষ্টিপাতের সহায়ক এবং আগামী কয়েকদিন এই প্রবণতা অব্যাহত থাকবে।”
বৃষ্টির কারণে নগরীর কিছু নিম্নাঞ্চলে হালকা জলাবদ্ধতা সৃষ্টি হলেও, প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা মানুষজন এই বৃষ্টিকে স্বাগত জানিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এই বৃষ্টিই যেন আশীর্বাদ হয়ে এসেছে।” রাজধানীর মালিবাগ এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, “গত এক সপ্তাহ ধরে রাতে ঘুমাতে পারিনি, এত গরম ছিল। আজকের এই বৃষ্টি যেন প্রাণ ফিরে পাওয়ার মতো।” আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় ভূমিধসের সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
বৃষ্টি নিয়ে নগরবাসীর আশার প্রতিফলন দেখা যাচ্ছে রাস্তাঘাটে, সামাজিক যোগাযোগমাধ্যমে ও আবহাওয়া বিশ্লেষণে। যদিও এটি সাময়িক স্বস্তি, তবে নাগরিক জীবনে কিছুটা শান্তি এনেছে এই বর্ষণ।