আপডেট :
১০ নভেম্বর ২০২৫, ১২:৪৬:০১
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের লিখিত আদেশ আসার পর তার জামিনের বিষয়ে আদেশ দেবেন আপিল বিভাগ।
শুনানিকালে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বলেন, হাইকোর্টের জামিনের তো লিখিত আদেশ প্রকাশ হয়নি। কীসের ভিত্তিতে জামিন স্থগিত চাইতে আসলেন? জবাবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, অনেকেই বের হয়ে যায় সঙ্গে সঙ্গে, তাই রাষ্ট্রকে আসতে হয়। এ সময় লতিফ সিদ্দিকীর জামিন স্থগিতের আবেদন প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপক্ষ।
এর আগে, গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে জামিন দেন হাইকোর্ট। পরে তা স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মঞ্চ-৭১ নামের একটি সংগঠনের অনুষ্ঠান থেকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ২৯ আগস্ট শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান কার্জন ও মো. আব্দুল্লাহ আল আমিনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।