শীতল বাতাস উৎসবের আমেজ নিয়ে আসলেও, ঠাণ্ডায় ত্বক নিস্প্রাণ হয়ে যায়। শীতে ত্বক শুষ্ক, রুক্ষ আর নিষ্প্রভ হয়ে যাওয়া খুবই স্বাভাবিক। কেউ কেউ অভিযোগ করেন শীতে তাদের ত্বকে কিছুটা কালো ছোঁপ পড়ে যায়।
তবে প্রত্যেকেই চায় সব ঋতুতেই স্বাস্থ্যকর ও সুন্দর ত্বক পেতে। আর তাই শীতকালে ত্বকের বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। তবে অবাক করার মতো বিষয় হলো—মাত্র ১টি উপাদানেই শীতকালে ত্বক হয়ে উঠতে পারে নরম, উজ্জ্বল ও প্রাণবন্ত।
শীতকালে সবার ত্বক রুক্ষ হয়ে ওঠে তাই এসময় এমন কিছু উপাদান বেছে নিতে হবে যেন ত্বক কোমল ও সুন্দর থাকে। এর মধ্যে একটি জিনিস হলো গ্লিসারিন।
দেখে নেবো কেন গ্লিসারিন শীতে ত্বকের জন্য সেরা-
গ্লিসারিন ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখে, শুষ্কতা ও ফাটাভাব কমায়, ত্বককে করে নরম, মসৃণ ও উজ্জ্বল এবং সব ধরনের ত্বকে ব্যবহারের জন্য উপযোগী।
ব্যবহার করার সঠিক উপায়
১. ১ চা চামচ গ্লিসারিন
২. ১ চা চামচ গোলাপ জল (না থাকলে সাধারণ পানি)
৩. দুটো মিশিয়ে রাতে ঘুমানোর আগে মুখ ও গলায় লাগান
৪. সকালে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন
কতদিন ব্যবহার করবেন?
১. টানা ৭ থেকে ১০ দিন ব্যবহার করলে ত্বকে উজ্জ্বলতা চোখে পড়বে
২. নিয়মিত ব্যবহার করলে শীতেও ত্বক থাকবে কোমল
সতর্কতা
১. কখনোই খাঁটি গ্লিসারিন একক ভাবে ব্যবহার করবেন না
২. দিনে বাইরে বের হওয়ার আগে না লাগানোই ভালো
৩. ব্রণপ্রবণ ত্বকে আগে প্যাচ টেস্ট করে নিতে হবে