আসন্ন নির্বাচন সংবিধান অনুযায়ী সময়মতো হবে, সোশ্যাল মিডিয়া অপপ্রচারে সতর্ক থাকার আহ্বান প্রধান নির্বাচন কমিশনারের
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী আগের নিয়মে। শনিবার (২৬ জুলাই) সকালে খুলনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচনের তফসিল হবে নির্বাচনের দুই মাস আগে। তখন নির্বাচন কখন, মনোনয়ন জমার শেষ তারিখসহ সব তথ্য জানানো হবে। সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত পূর্ববর্তী নিয়মেই নির্বাচন হবে।”
নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন,
মানুষ নির্বাচন কমিশনের ওপর আস্থা হারাচ্ছে, এটি ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানুষ ভোট দিতে আগ্রহ হারাচ্ছে, তাই ভোটারদের কেন্দ্রমুখী করাও কঠিন হয়ে উঠছে।
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই ভুল তথ্য প্রচার করা হচ্ছে। এটি এখন প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে বড় চ্যালেঞ্জে রূপ নিচ্ছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া বক্তব্য তৈরি হচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে অস্ত্রের চেয়েও ভয়ানক। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দেশি-বিদেশি বিশেষজ্ঞরা কাজ করছেন।”
সিইসি বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। মিডিয়াকর্মীদের সব ধরনের অপপ্রচার থেকে বিরত থেকে সহযোগিতার আহ্বান জানাই। কারণ একটি গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের, জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহম্মেদসহ ইসি কর্মকর্তারা।