সংবিধান পরিবর্তন না হলে নির্বাচন পদ্ধতিতেও পরিবর্তন নয়: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, সংবিধান পরিবর্তন না হওয়া পর্যন্ত আগের নিয়মেই নির্বাচন হবে। খুলনায় এক মতবিনিময়ে তিনি জানান, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের আস্থা ফিরিয়ে আনা ও ভোটারদের কেন্দ্রমুখী করা। প্রযুক্তির অপব্যবহার ও সামাজিকমাধ্যমে ভুল তথ্য প্রচারও বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন তিনি। মিডিয়াকর্মীদের সহায়তা চেয়ে সিইসি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে।