মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৩৪, হাসপাতালে চিকিৎসাধীন ৪৯
হালনাগাদ তথ্য দিল স্বাস্থ্য অধিদফতর, দুই শিক্ষার্থী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, চারজনের অবস্থা সংকটাপন্ন
আপডেট :
২৭ জুলাই ২০২৫, ৫:৪০:৪১
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। শনিবার (২৬ জুলাই) রাত ১০টা পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, চিকিৎসাধীন রয়েছেন ৪৯ জন, যাদের মধ্যে ৩৬ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে, ১১ জন সিএমএইচে, একজন শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং একজন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি আছেন।
ডিএনএ পরীক্ষার ভিত্তিতে সিএমএইচে এক মৃত্যু কমিয়ে সংশোধিত সংখ্যা প্রকাশ করেছে অধিদফতর।
নিহতের বিস্তারিত
- জাতীয় বার্ন ইনস্টিটিউটে মৃত্যু: ১৭ জন
- সিএমএইচে মৃত্যু: ১৪ জন
- ঢাকা মেডিক্যালে মৃত্যু: ১ জন
- লুবানা জেনারেল হাসপাতালে: ১ জন
- ইউনাইটেড হাসপাতালে: ১ জন
নতুন দুই মৃত্যু
শনিবার সকালে জারিফ ফারহান (১৩) ও মাসুমা (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জারিফ মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির ইংলিশ ভার্সনের শিক্ষার্থী এবং মাসুমা ছিলেন ওই স্কুলের অফিস সহায়ক।
হাসপাতাল থেকে ছাড়পত্র
চিকিৎসকরা জানিয়েছেন, রাফসি আক্তার রাফিয়া এবং আয়ান খান নামের দুই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয়েছে। বার্ন ইনজুরি মাত্র ১ শতাংশ হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাদের ছাড়পত্র দেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন জানিয়েছেন, পরবর্তী এক সপ্তাহে আরও অন্তত ১০ জনকে ছাড়পত্র দেওয়া হতে পারে।
চিকিৎসাধীনদের অবস্থা
- আইসিইউতে (সংকটাপন্ন): ৪ জন
- সিভিয়ার ক্যাটাগরি: ৯ জন
- অন্যান্য ওয়ার্ডে ভর্তি: বাকিরা
চিকিৎসকরা জানান, রোগীদের মধ্যে অনেকেই শ্বাসনালীতে গুরুতর দগ্ধ হওয়ার কারণে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন পড়বে।