যাত্রা বাতিলের পর টিকিট ফেরত না পাওয়ায় ক্ষুব্ধ যাত্রীরা
চট্টগ্রাম: কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ করেছেন যাত্রীরা। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় স্টেশন মাস্টারের রুমের সামনে ভাঙচুর চালান তারা। এসময় স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে বিকেল ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করার কথা ছিল প্রবাল এক্সপ্রেসের। তবে ওই ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামে ফিরে আসে বিকাল ৫টার পর, যা নির্ধারিত সময়ের অনেক পরে। এরপর রেল কর্তৃপক্ষ সময়সূচি না মেনে ট্রেনটি বাতিলের সিদ্ধান্ত নেয়।
হঠাৎ যাত্রা বাতিল এবং টিকিটের টাকা ফেরতের কোনো উদ্যোগ না থাকায় যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা স্টেশন মাস্টারের কক্ষে ভাঙচুর চালান এবং বিভিন্ন ধরনের স্লোগান দেন। যাত্রীরা অভিযোগ করেন, বারবার সময় বদলে বিভ্রান্ত করা হয়েছে, পরে যাত্রা বাতিল করে দায় এড়ানোর চেষ্টা করেছে কর্তৃপক্ষ।
রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, সকালেই সৈকত এক্সপ্রেস ট্রেনে ৩০টি অতিরিক্ত টিকিট বিক্রি হওয়ায় কোচ জোড়া লাগাতে সময় লেগে যায়। এতে ট্রেনটি নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ১৫ মিনিট পরে কক্সবাজারের উদ্দেশে ছাড়ে। এই ট্রেনটিই প্রবাল এক্সপ্রেস নামে ফিরে আসার কথা ছিল, কিন্তু সময়সূচি লঙ্ঘিত হওয়ায় যাত্রা বাতিল করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে ট্রেন বাতিল করা হয়েছে। অনেকে ফিরে গেলেও কিছু যাত্রী বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’