কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বাতিল, চট্টগ্রাম রেল স্টেশনে যাত্রীদের বিক্ষোভ ও ভাঙচুর
চট্টগ্রাম: কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ করেছেন যাত্রীরা। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় স্টেশন মাস্টারের রুমের সামনে ভাঙচুর চালান তারা। এসময় স্টেশনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে।