ছাত্রদল ও এনসিপির সমাবেশ, ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ঘিরে যানজটের আশঙ্কা
প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৫, ১০:১১:২৬
ঢাকা: আজ রবিবার (৩ আগস্ট) ঢাকার শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুটি রাজনৈতিক সমাবেশ এবং সোহরাওয়ার্দী উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে যান চলাচলে সীমাবদ্ধতা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এতে সংশ্লিষ্ট এলাকাগুলো এড়িয়ে চলতে এবং বিকল্প রুট ব্যবহারে নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।
ডিএমপি জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্রদলের উদ্যোগে শাহবাগ মোড়ে ‘ছাত্র সমাবেশ’ এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। একই সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত ‘জুলাই জাগরণ’ শিরোনামে সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে সাইমুম শিল্পীগোষ্ঠী। এতে আজ শহরের গুরুত্বপূর্ণ ওই এলাকায় জনসমাগম এবং যানজটের আশঙ্কা করা হচ্ছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকাজুড়ে জনসমাগমের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্ভব হবে না। ফলে এ রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
যান চলাচলের বিকল্প রুট:
এদিকে, একই দিনে এইচএসসি ও সমমান এবং বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। ডিএমপি পরীক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে প্রয়োজনীয় সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে।
ডিএমপি সতর্কবার্তায় বলা হয়েছে,
নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে যানজট এড়াতে সবাইকে সচেতনভাবে রুট পরিকল্পনার আহ্বান জানানো হচ্ছে।