ছাত্রদলের সমাবেশে তরুণদের প্রতি আহ্বান “তোমরাই গড়বে শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ”
প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৫, ১২:১৮:০২
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রবিবার রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তরুণ ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন,
আগামী নির্বাচনে হারানো ভোটাধিকার পুনরুদ্ধারের বড় সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতে হবে। আমি আহ্বান জানাই, তোমাদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য।
তারেক রহমান বলেন,
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫৪ বছর পেরিয়ে গেছে। এখন সময় এসেছে পরিণত রাজনীতির। দেশের জনগণ আর প্রতিহিংসার রাজনীতি চায় না। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের কাছে জবাবদিহি করা এবং রাজনীতির গুণগত পরিবর্তন আনা। এখন সময় মানুষের জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করার।
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব দিতে হবে। প্রবীণদের অভিজ্ঞতা আর নবীনদের বিচক্ষণতায় নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আজকের তরুণ প্রজন্মকেই আগামী দিনের বাংলাদেশ নির্মাণে দায়িত্ব নিতে হবে।”
তিনি সতর্ক করে বলেন, “দেশে যেন ফ্যাসিবাদ, উগ্রবাদ বা চরমপন্থা পুনর্বাসিত না হয়, সেজন্য শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।”
সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে অংশ নেন। তারা বলেন, “এই সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের প্রতীক।”