প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৮:০২
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’। অনুষ্ঠানে দেশের তরুণ সমাজের উদ্যম, মেধা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, “যেখানে তরুণরা সক্রিয়, সেখানেই সম্ভাবনা। তোমাদের সম্মিলিত প্রয়াসেই বাংলাদেশ একদিন একটি উন্নত, মানবিক ও উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করবে।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তরুণদের নেতৃত্ব, সেবাব্রত ও সমাজ পরিবর্তনে ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “আজ আমরা উদযাপন করছি এমন এক প্রজন্মকে, যারা পরিবর্তনের অগ্রদূত। তাদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে।”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “এই পুরস্কার শুধু সম্মাননা নয়, এটি এক আহ্বান—নতুন চিন্তা, নতুন উদ্ভাবন এবং সক্রিয় সমাজসেবার। তরুণদের উচিত স্বেচ্ছাসেবক থেকে নীতিনির্ধারক ও উদ্ভাবকের ভূমিকায় উত্তরণ ঘটানো।”
তিনি আরও বলেন, তরুণদের আত্মউন্নয়ন ও নেতৃত্বগুণ বিকাশে স্বেচ্ছাসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবার মাধ্যমে তারা কেবল মানুষের পাশে দাঁড়ায় না, বরং নিজের চরিত্র ও ভবিষ্যত নেতৃত্বের ভিত্তিও গড়ে তোলে।
শেষে প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন, “প্রতিটি ছোট প্রচেষ্টাই একদিন বড় অর্জনে রূপ নেয়। তোমাদের উদ্ভাবনী চিন্তা, কর্মপ্রচেষ্টা ও ঐক্যবদ্ধ উদ্যোগই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি গড়ে তুলবে।”