প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:২২:২৮
কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গত দুই মাসে চালানো অভিযানে প্রায় ১২১ কোটি টাকার মাদক, অস্ত্র ও চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৮৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) কক্সবাজার শহরের উর্মি বিজিবি গেস্ট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বিজিবি রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
তিনি জানান, ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলমান অভিযানে মোট ১৪৭টি অপারেশন পরিচালনা করা হয়। এর মাধ্যমে:
২৮ লাখ ২০৯টি ইয়াবা,
৮১৬ কেজি আইস (ক্রিস্টাল মেথ),
২ হাজার ৪২৫ কেজি গাঁজা,
১৬৮ ক্যান বিয়ার,
৩৬৫.৭৫ লিটার বাংলা মদ জব্দ করা হয়।
মাদকের বাজারমূল্য প্রায় ৮৮ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা বলে জানানো হয়।
এছাড়াও বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে:
৬টি দেশি একনলা বন্দুক
১টি একে-৪৭ রাইফেল
২টি বিদেশি পিস্তল
১টি এসএলআর
২টি জি-৩ রাইফেল
১টি এলএম-১৬
৪টি হ্যান্ড গ্রেনেড
বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ৫৫০ রাউন্ড গুলি ও ম্যাগাজিন
অস্ত্রের মোট মূল্য প্রায় ২২ লাখ ৩৭ হাজার টাকা।
তাছাড়া ২২৬টি বার্মিজ গরু ও অন্যান্য চোরাচালান পণ্য মিলিয়ে আরও প্রায় ১০ কোটি টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।