প্রকাশিত :
১৯ নভেম্বর ২০২৫, ২:২৩:০৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর কোনো রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা নেই। তিনি বলেন, গতবারের মতো এবারও বিজয় দিবসে প্যারেড হবে না।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে তিনি এসব কথা জানান।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিরতার আশঙ্কা আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই। তারপরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।’
এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, ‘জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।’
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া ঠিক না হলেও গতকাল (মঙ্গলবার) রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নিয়ে সকালে ছেড়ে দেওয়া হয়েছে; এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এই জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানাতে পারবো।’
পুলিশের অপরাধ হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগে আমি দেখবো।’
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।