বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ফের উত্তেজনা; নিরাপত্তা জোরদার, উদ্বিগ্ন স্থানীয়রা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও টেকনাফ সীমান্তে শনিবার বিকেলে হঠাৎ গুলি বিনিময়ের ঘটনা ঘটে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে। স্থানীয়রা জানান, বিকেল ৪টা থেকে টানা আধা ঘণ্টা ধরে গুলির শব্দ শোনা গেছে। এতে সীমান্তবর্তী গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেক পরিবার আশ্রয় নেয় আত্মীয়-স্বজনের বাড়িতে। সীমান্ত সূত্রে জানা গেছে, মিয়ানমারের জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষ সীমান্তে ছড়িয়ে পড়ায় বাংলাদেশ অংশে গুলির আগমন ঘটে। বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া ও সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিরক্ষা বিশ্লেষক ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, "সীমান্ত এলাকায় এমন গোলাগুলি শুধু নিরাপত্তার হুমকি নয়, এটি কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের শান্তিকামী অবস্থানের জবাবও হতে হবে সুনির্দিষ্ট ও দৃঢ়।"
মিয়ানমার থেকে পালিয়ে আসা বহু রোহিঙ্গা এবং সশস্ত্র বিদ্রোহীদের কারণে সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা রয়েছে। কিন্তু সাম্প্রতিক গুলি বিনিময় বিষয়টিকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। ঢাকা ইতোমধ্যে নেপিডোতে কূটনৈতিক চ্যানেলে উদ্বেগ জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।