আপডেট :
০১ ডিসেম্বর ২০২৫, ১১:১৬:৩৩
রাজধানীর সচিবালয় এলাকায় মেট্রোরেলের ছাদে ওঠা কিশোরের নাম ইয়াসিন। রোববার রাত ৮টার পর টিকিট কেটে আগারগাঁও স্টেশন থেকে মেট্রোতে ওঠে সে।
রোববার (৩০ নভেম্বর) এ ঘটনা ঘটে। পরে রাত ৮টা ৫ মিনিটের পর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
জানা যায়, সচিবালয় স্টেশনে ইয়াসিন দুই বগির মাঝখানে হুক ধরে ঝুলে ছিলো। এক পর্যায়ে সে ট্রেনের ছাদে উঠে পড়ে। তার সঙ্গে আরেকজন রেললাইনের ওপর দিয়ে দৌড় দেয়। সচিবালয় স্টেশনে মেট্রোর বিদ্যুৎ বন্ধ করে দিয়ে কিশোরকে ট্রেনের ছাদ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর রোববারের মতো মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, রাত ৯টার পর ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে এক ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল ৮টা ৫ মিনিট থেকে বন্ধ করা হয়। ফলে আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
সূচি অনুসারে, মতিঝিল থেকে সর্বশেষ মেট্রোরেল ছাড়ে রাত ১০টা ১০ মিনিটে। আর মতিঝিল থেকে ছাড়া সর্বশেষ ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে শেষ যাত্রী নামে পৌনে ১১টার দিকে। তবে আজকের এই ঘটনার পর রাত ৮টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।