প্রকাশিত :
০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩১:৩৩
মালয়েশিয়ার বিভিন্ন অলিগলি ও কর্মস্থলে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপের মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া তুলে ধরে লিফলেট বিতরণ করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়া।
রোববার (৭ ডিসেম্বর) মালয়েশিয়ার কাপার এলাকায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া শাখার নেতাকর্মীরা প্রবাসী ভোটারদের সচেতন করতে এ ক্যাম্পেইন পরিচালনা করেন।
ক্যাম্পেইনের কর্মসূচি হিসেবে ছিল বাংলাদেশি প্রবাসীদের মাঝে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্বলিত লিফলেট বিতরণ, পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে দেওয়া, নিবন্ধন সম্পন্ন করাসহ বিভিন্ন অংশগ্রহণমূলক কার্যক্রম।
এই ক্যাম্পেইনে সরাসরি রেজিস্ট্রেশন সহায়তা দেওয়া হয়, যেখানে অনেক সাধারণ প্রবাসী প্রথমবারের মতো ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।
প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠার এই উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত কার্যক্রমে ছিল বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণ।
ক্যাম্পেইনে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক, যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী ছাড়াও আরও উপস্থিত ছিলেন ওয়াসিম, মাসুম, আরিফুল, রায়হান, আমিন এবং সুজন।
প্রবাসীদের গণতান্ত্রিক অধিকার রক্ষায় এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের মালয়েশিয়া শাখার যুগ্ম-সংগঠক মোঃ ফয়সাল গাজী।
সংগঠনটির আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ এনামুল হক বলেন, ‘প্রবাসীর অধিকার রক্ষা করা মানে বাংলাদেশের ভবিষ্যৎ শক্তিশালী করা। প্রবাসীদের অংশগ্রহণই আগামী দিনের পরিবর্তনের মূল শক্তি।
তিনি আরও বলেন, ‘প্রবাসীদের অধিকার ফিরিয়ে আনা এবং পরিবর্তনের ধারা শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে।’
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীরা সরাসরি মাঠপর্যায়ে গিয়ে প্রবাসী ভাইদের বুঝিয়ে দিয়েছেন— কিভাবে POSTAL VOTE BD অ্যাপ ব্যবহার করে সহজে ও নিরাপদে ভোট দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন।