সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
বাইরে চালের দাম বাড়ছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, ‘চীন প্রচুর চাল কিনছে। তাদের চাহিদা বেশি। তারা মূলত ভিয়েতনাম থেকে কিনছে। এটা কিছুটা প্রভাব ফেলছে। তবু এবার আমাদের ৫০ হাজার টন চালের দাম গতবারের চেয়ে একটু কম। এটা কিছুটা স্বস্তির।’
ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা মরক্কো থেকে সার আনছি ৯০ হাজার টন টিএসপি। আরও ৪০ হাজার মেট্রিকটন সার আসবে। সারের দাম মোটামুটি ভালোই পাচ্ছি।’