ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, এ বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত নিতে বৈঠকে বসবে ইসি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি আরও জানান, ভোটার তালিকা আইন, ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী কমিশনের যে কোনো প্রাপ্ত বয়স্ক বা ভোটার হওয়ার সক্ষম ব্যক্তিকে ভোটার করার এখতিয়ার রয়েছে। সেই বিবেচনায়, উনারা ঢাকা ১৯ নম্বর ওয়ার্ডের (১৭ নম্বর সংসদীয় আসন) ভোটার তালিকায় নিবন্ধন করেছেন।
আজ তারা ফর্ম ফিলাপ করে ছবি তুলেছেন ও বায়োমেট্রিক দিয়েছেন এরপর তারা নিজেদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছেন। আগামীকাল কমিশনে এটা পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তের পরে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।
ইসি সচিব জানান, নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করলেও বাকি কাজ শেষ করার জন্য কমিশনের কিছুটা সময় লাগবে। তাদের আঙুলের ছাপ, স্বাক্ষর ও ফেস আইডি ম্যাচিং করার পর, কনফার্ম হলে তখন এনআইডি নম্বর দেওয়া হবে। এটা করতে কিছুটা সময় লাগবে।
এগুলো আজকের ভেতরেই হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
যেহেতু সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, সেক্ষেত্রে কবে নাগাদ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, কমিশনের অনুমতি দুই ভাবে পাওয়া যায়। একটা আনুষ্ঠানিক সভা করে, আরেকটা নথির মাধ্যমে। আমাদের দায়িত্ব এটি কমিশন পর্যন্ত পৌঁছানোর, এরপর যা করা হবে, তা কমিশনের এখতিয়ার।