স্প্যানিশ সুপার কাপের সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। সেই মাদ্রিদ ডার্বিতে ভিনিসিয়ুসকে এক অসৌজন্যমূলক বার্তা দেন রোহি ব্লাংকোসের কোচ ডিয়াগো সিমিওনে। তিনি বলেন, ‘ফ্লোরেন্তিনো তোমাকে ছাঁটাই করবে, এটা মনে রেখো।’
মন্তব্যের পর সাইডলাইনের বাইরে উত্তেজনা দেখা যায় ভিনিসিয়ুসের মধ্যে। ব্রাজিলিয়ান উইঙ্গার সিমিওনের দিকে এগিয়ে যান এবং কোচিং স্টাফরাও এ ঘটনায় জড়ান। একজন কোচ হয়ে দর্শকের মত এমন ভূমিকা পালন করায় ব্যাপক সমালোচনায় পড়েন তিনি। এই ঘটনার পর সিমিওনে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, ‘সেই ঘটনার জন্য আমি ফ্লোরেন্তিনো পেরেজ ও ভিনিসিয়ুসের কাছে ক্ষমা চাচ্ছি। আমি যা করেছি তা ঠিক ছিল না। আমি এটা স্বীকার করছি এটা ভুল ছিল।’
এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেন নাই রিয়াল মাদ্রিদ তারকা খেলোয়াড় ভিনিসয়ুস জুনিয়র।