দাবি আদায়ে অনড় কর কর্মকর্তা-কর্মচারীরা, প্রশাসনের সতর্ক নজর
ঢাকার সেগুনবাগিচায় এনবিআর সদর দপ্তর তথা রাজস্ব ভবনে মঙ্গলবার সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা কর্মক্ষেত্রে উপস্থিত থাকলেও চলতি ফাইল বা দাফতরিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না।
কর্মসূচিতে অংশ নেওয়া এক কর কর্মকর্তা জানান
আমরা দীর্ঘদিন ধরে পদোন্নতির ন্যায্যতা, গ্রেড বৈষম্য এবং অভ্যন্তরীণ পদায়নের স্বচ্ছ প্রক্রিয়ার দাবিতে আন্দোলন করছি। বারবার আশ্বাস দিয়ে তা বাস্তবায়ন না করায় আমরা বাধ্য হয়ে কলমবিরতির পথ বেছে নিয়েছি।
রাজস্ব আয় সংগ্রহে বাধা
কর্মবিরতির প্রভাবে বিভিন্ন কর অঞ্চলে ভ্যাট, আয়কর ও শুল্ক বিভাগে ফাইল জমা, অডিট, রিফান্ড, লাইসেন্স নবায়নসহ গুরুত্বপূর্ণ সেবা কার্যত স্থগিত হয়ে গেছে। এতে রাজস্ব সংগ্রহ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতীয় রাজস্ব বোর্ডের এক কর্মকর্তা বলেন, “এই সময়ে দৈনিক কয়েকশ কোটি টাকার রাজস্ব আহরণ হয়। কর্মসূচি চলতে থাকলে তা বড় ধরনের ঘাটতির দিকে নিয়ে যেতে পারে।”
প্রশাসনের প্রতিক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা
রাজস্ব ভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি এনবিআরের ভেতরে-বাইরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অর্থ মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা বলেন, “কর্মসূচির বিষয়ে সরকার অবগত আছে এবং আলোচনা চলছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সে জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।”
আন্দোলনের প্রেক্ষাপট
গত কয়েক বছর ধরে এনবিআর কর্মকর্তারা দাবি করে আসছেন
তবে এসব দাবির বাস্তবায়নে দেরি হওয়ায় কর্মীরা আন্দোলনে নামেন।
পরবর্তী কর্মসূচি
আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে আগামী সপ্তাহে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এর মধ্যে হতে পারে আধাবেলা অফিস বর্জন, ঢাকায় অবস্থান ধর্মঘট, এমনকি সারাদেশে একযোগে কাজ বন্ধ।