কলমবিরতিতে অটল এনবিআর, রাজস্ব ভবনে কঠোর নিরাপত্তা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা আজও তাদের কর্মবিরতি কর্মসূচিতে অটল রয়েছেন। মূলত পদোন্নতি, বেতন কাঠামো ও প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া এই কলমবিরতি কর্মসূচির কারণে দেশব্যাপী কর কার্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এনবিআরের কেন্দ্রীয় রাজস্ব ভবনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে।