ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির সপ্তম দিনে আরও ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে সাত দিনে ৩৫৩ জন আপিলকারী প্রার্থিতা ফিরে পেলেন। আর বাছাই বৈধ হওয়া দুইজনের বিরুদ্ধে আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি চলে।
ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, শুক্রবার ৪৩টি আবেদনের শুনানি হয়। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৮টি আপিল আবেদন মঞ্জুর হয়েছে ও ১৭টি আবেদন নামঞ্জুর হয়েছে।
কমিশন মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে চারটি আপিল নামঞ্জুর করেছে। চারটি আপিল আবেদনের বিষয়ে সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।
৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি বাছাইয়ে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিলের পর বৈধ প্রার্থী ছিলেন ১৮৪২ জন। তাদের মধ্যে দুজন আপিলে বাদ পড়েছেন। শনিব থেকে শুক্রবার, এই সাত দিনে আপিল করে ৩৫৩ জন প্রার্থিতা ফিরে পাওয়ায় এখন পর্যন্ত বৈধ প্রার্থী দাঁড়াল ২ হাজার ১৯৩ জন।
এবার মোট ৬৪৫ জন আপিল করেছেন। ১৮ জানুয়ারি পর্যন্ত তাদের শুনানি চলবে। শনিবার ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৫১০ থেকে ৬১০ নম্বর আপিল পর্যন্ত শুনানি চলবে।
তফসিল অনুযায়ী, আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় রয়েছে। এরপর চূড়ান্ত হবে কতজন প্রার্থী ভোটে থাকবেন। ২১ জানুয়ারি প্রার্থীরা প্রতীক পাবেন। ভোট হবে ১২ ফেব্রুয়ারি।