তিন দফা দাবিতে করা নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও কর্মসূচি সাময়িকভাবে সমাপ্ত করার ঘোষণা দিয়েছে ছাত্রদল। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই ঘোষণা দেন।
রাকিব জানান, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি, আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু, যদি আবারো কোনও রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোনও ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মব তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা চালায় কিংবা জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে সিদ্ধান্ত গ্রহণে কমিশনকে বাধ্য করে, তাহলে আমরা বলে দিচ্ছি, ছাত্রদল কি করতে পারে তা দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না। আমাদেরকে হুংকার দেবেন না।
আমরা ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারনা শুরু করবো ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকবো বলে জানান ছাত্রদল সভাপতি।
এর আগে বিকেল সোয়া ৫টার দিকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রদলের চার সদস্যের একটি প্রতিনিধিদল। এ সময় অতিরিক্ত সচিব আলী নেওয়াজ তাদের আন্দোলন স্থগিতের আহ্বান জানান। তার আহ্বানে উত্তরে রাকিব বলেন, ‘আমরা দেখেছি, আপনারা আশ্বাস দেওয়ার পর আমরা যখন চলে যাই এরপরে জামায়াত কিংবা এনসিপির নেতারা আসলে আপনারা তাদের কথায় পাল্টে যান।
এ সময় আলী নেওয়াজ বলেন, ‘আপনাদের তো পর্যবেক্ষণ করার সময় আছে, আপনারা পর্যবেক্ষণ করুন। দেখুন আমরা আপনাদের দাবি বাস্তবায়ন করি কি না। আমি অনুরোধ করবো, আপনারা আপাতত আন্দোলন স্থগিত করুন।’
জবাবে ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা রোববারও আপনাদের অনুরোধ শুনে আন্দোলন স্থগিত করেছিলাম। আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা আমাদের দাবিগুলো পূরণ করবেন। কিন্তু, আমরা দেখলাম আমাদের একটি দাবি ছাড়া আর কোনও দাবি বাস্তবায়ন হলো না।’
তার এমন বক্তব্যের পরে অতিরিক্ত সচিব আলী নেওয়াজ আবারও তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। এ সময় ছাত্রদল সভাপতি বলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত জানাচ্ছি। তবে আমাদের অনেক সহকর্মীরা রয়েছে তাদের সঙ্গে আলোচনা করতে হবে।’ পরে আলোচনা শেষে কর্মসূচি শেষ করার ঘোষণা দেন রাকিব।