রাজনীতিতে বিকল্প নেতৃত্বের অভাব, জনগণের আস্থা ফিরিয়ে আনার তাগিদ
প্রকাশিত : ০২ জুলাই ২০২৫, ৪:৫৮:১১
ঢাকা, ১ জুলাই
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মানুষের সামনে বিএনপিই সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য বিকল্প। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মান্না বলেন,
আমি বিএনপির কেউ না। খুশিতে বলছি না। তবে বাস্তবতা এই যে, ভোট দেওয়ার মতো প্রতিযোগিতামূলক বিকল্প বিএনপিই একমাত্র শক্তি হয়ে উঠেছে। আমি সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন দেখতে পাচ্ছি।
তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, “আন্দোলন ও অধিকার রক্ষার লড়াইয়ে যারা বেড়ার ওপারে আছেন, তারাও যদি একমঞ্চে আসতে চান, তাহলে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। অতীতে আমরা একসঙ্গে আন্দোলন করেছি। ভবিষ্যতেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমরা এক হতে পারবো।”
গণতান্ত্রিক মূল্যবোধে ঐক্যের আহ্বান
বিএনপিসহ সব বিরোধী দলকে উদ্দেশ করে মান্না বলেন,
আমরা ৫ আগস্টের মতো ঐক্য চাই। তবে সেখানে দ্বিমত থাকবে, কিন্তু তা গণতান্ত্রিক উপায়ে নিষ্পন্ন হওয়া উচিত। গুন্ডামি, গুম, খুন এসব থেকে দূরে থাকতে হবে।
তিনি আরও বলেন, “বড় আন্দোলনের পর মানুষের প্রত্যাশাও বড় হয়। বিএনপির নেতৃত্বকে সেই প্রত্যাশার উচ্চতায় পৌঁছাতে হবে। নেতৃত্বে আরও যোগ্যতা ও জনগণের সঙ্গে ঘনিষ্ঠতা দরকার।” আলোচনার শেষে মান্না বলেন, “চব্বিশকে ভুলে গেলে চলবে না। এই আয়োজন যেন আমাদের চেতনার বাতি জ্বালিয়ে রাখে—সেই প্রত্যাশাই করি।”