বড় দলের অহংকার থেকে বের হতে না পারলে বিএনপির জন্য সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন!
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫:৩২
ডাকসু নির্বাচনে যারা বিজয় লাভ করেছেন তাদের প্রতি অভিনন্দন! আর যারা বিজয় অর্জন করতে পারেননি তাদের প্রতিও রইল শুভকামনা।
যারা আমাকে শুনেছেন তারা নিশ্চয়ই মনে করতে পারবেন, আমি তারেক রহমানকে বলেছিলাম-৫ আগস্টের আগের রাজনীতি এবং ৫ আগস্টের পরের রাজনীতি এক হবে না।
তিনি আর লন্ডনে বসে থাকতে পারবেন না। তাকে দ্রুত দেশে ফিরতে হবে এবং বাংলাদেশের জনমানুষের ইচ্ছার সাথে তাল মিলিয়ে দলে মৌলিক পরিবর্তন আনতে হবে ( যদিও তার গণঅভ্যুত্থানের পরেই আসা উচিৎ ছিল) নইলে নির্বাচনে তার পরিণতি খারাপ হবে- এটা নিশ্চিত!
আগামিতে তরুণ প্রজন্মের (Generation Z) আস্থা অর্জন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে-এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। সেই সঙ্গে তরুণদের মহাকর্ষীয় ক্ষেত্র সোশ্যাল মিডিয়ার ভাষা তাদের বুঝতে হবে। বিএনপির নেতৃত্ব কি সোশ্যাল মিডিয়া বোঝেন? আমি বিশ্বাস করি না।
শেষ নসীহত! বিএনপি যদি তাদের পক্ষে কোনো গ্রহণযোগ্য ও যৌক্তিক রাজনৈতিক বয়ান নির্মাণ করতে না পারে এবং তাদের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বানোয়াট বয়ানকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা বয়ান প্রতিষ্ঠা করতে না পারে তাহলে বিপদ! তবে কি বিএনপিতে যোগ্য, অভিজ্ঞ ও চৌকস মানুষের অভাব আছে? আমি তা মনে করি না। আমার বিশ্বাস, বিএনপি তাদের মেধাবী মানুষদের সাইডলাইনে বসিয়ে রাখে, কারণ মেধাবীরা গলাবাজি, চাপাবাজি কিংবা তেলবাজি করতে পারে না।
বড় দলের অহংকার থেকে বের হতে না পারলে বিএনপির জন্য সামনে অপেক্ষা করছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন! ৫ আগষ্ট পরবর্তী রাজনীতিতে মানুষের মাঝে পজিটিভ ধারণা তৈরী করতে না পারলে বিপর্যয় অনিবার্য! কারন রাজনীতিতে Perception খুবই গুরত্বপূর্ণ,ডাকসু নির্বাচন যার জলন্ত উদাহরণ।
টিটো রহমান এর ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া।