প্রস্তাব উপেক্ষা ও পক্ষপাতিত্বের অভিযোগে আলোচনার টেবিল ছেড়ে বেরিয়ে গেল প্রতিনিধি দল
জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপ থেকে সাময়িকভাবে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের ২০তম দিনের বৈঠক শুরুর কয়েক মিনিট পরই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ সভাস্থল ত্যাগ করেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর মধ্যে নির্বাচন কমিশন ব্যতীত অন্য চারটি প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনা হলে তারা অংশ নেবে না এই অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছিল। গত ২২ জুলাই এক বিবৃতির মাধ্যমে বিএনপি জানায়, সরকারি কর্ম কমিশন (পিএসসি), দুর্নীতি দমন কমিশন (দুদক), মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর এবং ন্যায়পাল (অম্বুডসম্যান) নিয়ে আলোচনায় অংশ নেবে না তারা।
আজকের বৈঠকে ঠিক এই চারটি প্রতিষ্ঠান সংক্রান্ত আলোচনা শুরু হওয়ায় বিএনপির প্রতিনিধি দল ওয়াকআউট করে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির প্রতিনিধি সালাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “যেহেতু আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে পিএসসি, দুদক, সিএজি ও ন্যায়পালের বিধান, সে কারণে আমাদের দলীয় অবস্থান অনুযায়ী আমরা সভাস্থল ত্যাগ করেছি।”
তবে বিএনপির পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যে, তারা চাইলে বৈঠকের দিনই পরবর্তী সময়ে আলোচনায় পুনরায় যোগ দিতে পারেন।
জাতীয় ঐকমত্য কমিশনের এই সংলাপ সংবিধান সংশোধন এবং একটি অন্তর্বর্তী সরকার কাঠামোর রূপরেখা চূড়ান্ত করার অংশ হিসেবে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।