প্রকাশিত : ০২ নভেম্বর ২০২৫, ৩:২২:১৯
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপহার হিসেবে পাওয়া একটি নৌকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি গতকাল (শনিবার ১ নভেম্বর) উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে এ উপহার দেন। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীকও (তালিক থেকে বাদ) নৌকা।
এবার উপহারের নৌকা নিয়ে বিপাকে পড়েছেন খোদ উপদেষ্টা নিজেই। নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ‘নৌকা’ নিয়ে এখন তার করনীয় সম্পর্কে পরামর্শও চেয়েছেন।
রোববার (২ নভেম্বর) সকালে দেওয়া পোস্টে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান লেখেন— গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে, আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়নক্রমে প্রধান অতিথি হিসাবে যোগ দিই। অনুষ্ঠানে আমাকে পালতোলা দাঁড় পরিচালনাকারী মাঝিসহ নৌকার প্রতিকৃতি উপহার হিসাবে দেওয়া হয়। কূটনৈতিক সৌজন্য বসত আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নাম লিখিত আছে।
পোস্টে তিনি আরও লেখেন, এখন আমি তিনটি পথ খোলা রাখছি।
১. এটি আলজেরিয় দূতাবাসে ফেরত পাঠাতে পারি। তবে এটি অসৌজন্যমূলক ও হীনমন্যতা প্রসূত হবে;
২. সরকারি তোশাখানায় জমা দিতে পারি, যদিও এটা খুব মূল্যবান কিছু নয়; অথবা
৩. রেখে দিতে পারি।
পোস্টের শেষে তিনি লেখেন, পাঠকের পরামর্শ পেলে উপকৃত হবো।
উপদেষ্টার ওই পোস্টে পরামর্শ দিতে দেখা গেছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, মাননীয় উপদেষ্টা আলজেরিয়ার জাতীয় দিবসে আপনাকে তো আওয়ামী লীগের প্রতিনিধিত্বকারী হিসেবে দেয়নি বরং আপনাকে জাতির মাঝি হিসেবে এভাবে হাল ধরার জন্য দিতে পারে। এখন নৌকা পতিত স্বৈরাচারের দলের প্রতীক বলে নৌকা বা নৌকা সংশ্লিষ্ট সবকিছু বাদ দিতে হবে, এটা একধরনের কুসংস্কার। নৌকাকে মানুষের প্রয়োজনীয় কাজের বা ব্যবহারের জিনিস হিসেবে মনে করুন, এটা লীগের প্রতীক বলে কি আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন, নৌকা চলাচল নিষিদ্ধ করতে পারবেন? আপনার মত সচেতন মানুষ কতিপয় মূর্খলোকের কথায় এভাবে প্রতিক্রিয়া দেখানোর সুযোগ নেই।
তিনি আরও লেখেন, তারা আপনাকে তাদের দেশের ঐতিহ্য হিসেবেও তো দিতে পারে।
আবার মন্তব্যের ঘরে অনেকে এই উপহারের নৌকাটি সরকারি তোষাখানায় জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টাকে।
প্রসঙ্গত, শনিবার (১ নভেম্বর) ঢাকায় অবস্থিত আলজেরিয়া দূতাবাসে আয়োজিত আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ফাওজুল কবির খান। অনুষ্ঠানে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি সৌহার্দ্য ও কূটনৈতিক সম্পর্কের প্রতীক হিসেবে তাকে পালতোলা মাঝিসহ একটি নৌকার প্রতিকৃতি উপহার দেন। অনুষ্ঠানের পর অনলাইন ও অফলাইনে উপহারটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।