প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৫, ১০:৩৫:৫৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ থেকে দাঁড়াবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৩ নভেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ করলে ঢাকা-১২ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করব।
এর আগে গতকাল সোমবার বিএনপির পক্ষ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। শুরুতে ২৩২ বলা হলেও সবশেষ সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দলের ২৩৭ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করা হলো।
ঢাকাসহ দেশের অন্যান্য এলাকার ২৩৭ আসন ছাড়া অন্যগুলোতে সমমনা দলগুলোর জন্য ফাঁকা রাখা হয়েছে। কোথাও আবার দলের নেতাদের মধ্যে একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকায় এখনো চূড়ান্ত করা হয়নি বলে নাম ঘোষণা হয়নি।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে নির্বাচন করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটে দাঁড়াবেন বগুড়া-৬ আসন থেকে; আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হবেন ঠাকুরগাঁও-৩ আসন থেকে।