প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৮:৩৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমাকে দুটো পরামর্শ দিয়েছেন লেখক ও গবেষক ফাহাম আবদুস সালাম। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।
পোস্টে ফাহাম আবদুস সালাম লিখেছেন, ভাই সর্বমিত্র!
আপ্নে চাকমা আর আমি বিহারী। মাইনরিটি-মাইনরিটি ভাই ভাই। একটা পরামর্শ দেই। না দুইটা! কোনো পলিটিক্সের জন্য না। ঈমানদার বড় ভাই হিসাবে দিতেছি:
১. যা আপনার কাজ না সেইটা করতে যায়েন না।
২. এই দেশের প্রত্যেকটা মানুষ সমাজতন্ত্রী এই সেন্সে যে সকলের সমান গোয়া মারা খাইতে হবে। বইংগা কোনোদিনও দেখবে না যে আপনার লক্ষ্য কী। সে রোজ রাতে কিউ কি সাস ভি কাভি
বাহু থি দেখে। এক ব্রাউন্ডের গোয়া মারার পর আরেক রাউন্ড গোয়া মারা না দেখলে তার বুক ধড়পড় করে। সর্বাঙ্গে কামড়ায় কিছু। এইবার কিন্তু আপ্নের পালা।
তিনি বলেন, আপনে মনে হয় সহজ সরল মানুষ। বোঝেন নাই যে ডার্টি জবটা কেন আপনারে দিয়েই করানো হৈছে। আবার আপনার কিছু হইলে আপনিই হইবেন এডভার্টাইজমেন্ট কান্দনের। যেই গেইমে আপনি আছেন -সেই গেইমে আপ্নে আর ঐ বুড়া চাচা ছাড়া সবার লাভ, সবার মাস্তি। আপ্নেরা দুইজন হইলেন খেলনা। যে একচুয়ালি পিটাইছিলো তারও কিছু হইবে না। হইবে আপনার।
তিনি আরও লিখেছেন, ওয়েন শিট হিটস দ্যা ফ্যান আপনি কাওরে পাইবেন না। পড়াশোনা করেন মন দিয়া। ক্যারিয়ার করেন। ভালো দেখে একটা মেয়ে বিবাহ করেন। ভার্জিন ছেলেরা বলবে ৩/৪টা বিয়ে করতে। ওরাই আপনার রিয়াল শত্রু। দেশ ঠিকঠাক করবেন অবশ্যই। বাট পিটাপিটির লাইনে যাইয়েন না। আপ্নে দ্রুত সর্বশত্রুতে পরিণত হইবেন। যারা আপনারে বাহবা দিতাছে তাদের কাওরে পাইবেন না ওয়েন শিট হিটস দ্যা ফ্যান। আপনি যে ব্যবহৃত হইতেছেন এইটা বুইঝেন।
মনে রাখবেন: বইংগার ভালো বইংগা করবে। কুনো বিহারি বা চাকমা বইংগার ভালো করতে চাইলে জাতি মেনে নিবে না। য়ে করবে।