প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৫, ৩:৫১:৪৯
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন, অর্থাৎ আগামীকাল সোমবার জামায়াতে ইসলামীসহ জোটের আটটি দল মাঠে থাকবে।
আজ রোববার আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গোলাম পরওয়ার বলেন, ‘আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম, এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। আওয়ামী লীগ এর সুযোগ পাবে না। আমরা আটদল মাঠে থাকব।’
জামায়াতের পাঁচ দফা দাবিতে আন্দোলন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আট দলের পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ বলার জন্য’ সিদ্ধান্ত নিয়েছে আট দলের জোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করা হবে।”
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে যে ভাষণ দিয়েছেন, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা, তার ‘আংশিক পূরণ হয়েছে’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। আট দলের দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানানো হয়।