প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২৫, ৫:৩১:০৩
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সোমবার। এ রায় ঘোষণার পর দেশব্যাপী তা সেলিব্রেট করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সভাপতি সাদিক কায়েম।
আজ রোববার ডাকসুর উদ্যোগে আয়োজিত আদি নববর্ষ উদযাপনে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘আগামীকাল হাসিনার রায় হবে, আগামীকাল আমরা দেশব্যাপী তা সেলিব্রেট করব ইনশাআল্লাহ। খুনি হাসিনা এবং তার সব দোসরদের বিরুদ্ধে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। এই ফ্যাসিস্টরাই বাংলাদেশের মতো একটি সুজলা-সুফলা, শস্য-শ্যামলা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। গত ১৬ বছরে এই খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল কিছু কালচারাল ফ্যাসিস্ট চক্র।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ফাঁসি এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। তাকে ভারত থেকে এই স্বাধীন বাংলাদেশে আনা হবে এবং তার ফাঁসি হবে ইনশাআল্লাহ। এবং তার দোসর যারা গুপ্ত অবস্থায় আছে, বা গর্ত থেকে বের হওয়ার চেষ্টা করছে, সবার বিচার এই বাংলাদেশে হবে। তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’