শনিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা দক্ষিণ সিটি
প্রকাশিত : ১৭ জুন ২০২৫, ৯:২৯:২৬
শনিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ সহকর্মী এস এম কামাল হায়দার (SM Kamal Haider) গ্রেপ্তার করেছে। তিনি হত্যাকাণ্ডের একটি মামলায় প্রক্রিয়াধীন তদন্তের অংশ যা গতবছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ঢিলে গুলির ঘটনায় দায়ের করা হয়েছিল। সিআইডির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান জানিয়েছেন, তদন্তের সময় সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে কামালের বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ পাওয়া গেছে। আদালত একই সঙ্গে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
ঘটনা প্রসঙ্গ: ২০২৪ সালের ৪ আগস্ট নিউমার্কেট থানাধীন ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন অজ্ঞাত উৎস থেকে গুলিবর্ষণের ঘটনায় আব্দুল্লাহ সিদ্দিক নিহত হন। মামলাটি নিউমার্কেটে দায়ের হওয়ার পর তদন্তে হায়দারের নাম উঠে আসে।
তাপসের ঘনিষ্ঠ এই নেতার গ্রেপ্তারে রাজনৈতিক মহলে আলোচনার সুযোগ তৈরি হয়েছে। দৃষ্টিপাত থাকবে তদন্তের অগ্রগতির দিকে।