বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগামীকাল (শনিবার) কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুল্যান্স পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) লন্ডনে নেওয়া হবে বেগম জিয়াকে। তবে উনি (বেগম খালেদা জিয়া) ফ্লাই করতে পারবেন কি না সেটা চিকিৎসকরা সিদ্ধান্ত নেবে।’
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ-জুমা নয়াপল্টনের দলীয় কার্যালের সামনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। চিকিৎসার অভাবে গুরুতর অসুস্থ হন তিনি। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।’
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে লন্ডনের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে লন্ডনে নিয়ে যাওয়া হতে পারে। তবে বেগম খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ। তিনি ফ্লাই করতে পারবেন কি না, ডাক্তাররা সেটি নিশ্চিত করলেই তাকে নিয়ে যাওয়া সম্ভব।’
আজ সারা দেশে জুমার নামাজের পর মসজিদগুলোতে দলের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও অনুরোধ করা হয়।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।