আপডেট :
১১ ডিসেম্বর ২০২৫, ৭:৪৪:০৩
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তফসিল ঘোষণার ভাষণ বিএনপিকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিইসির তফসিল ঘোষণার ভাষণ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব বলেন, এটাকে সুষ্ঠুভাবে পালন করা ও নির্বাচন করা ইসির দায়িত্ব। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ, সুষ্ঠুভাবে ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবে এবং সব দল ও প্রার্থী সচেতনভাবে একটি উতসবমুখর নির্বাচনে পরিণত করবে বলে আমাদের প্রত্যাশা।
বিগত ১৫ বছর নির্বাচনের মাধ্যমে প্রহসন হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে এবার একটা সুযোগ তৈরি হয়েছে।
এর আগে তফসিল ঘোষণার ভাষণে সিইসি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ৩০০ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোটও।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, এবার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। আগামী বছরের ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৩০০ আসনে ভোটগ্রহণ হবে।
জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা-কালো। আর গণভোটের ব্যালটের রং হবে গোলাপি।
দেশের ইতিহাসে এই প্রথম গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রবসী বাংলাদেশি, আইনি হেফাজতে থাকা নাগরিকবৃন্দ ও ভোটের জন্য নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নানা জটিলতা কাটিয়ে ভোটের পরিবেশ তৈরি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।