জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা মনে করি ৪৭ থেকে ৭১, ৭১ থেকে ২৪ যে ঐতিহাসিক লড়াই এ বঙ্গ জনপদের মানুষ করেছে, আমরা সে লড়াইকে ধারণ করে সামনের দিকের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা প্রসঙ্গে নাহিদ বলেন, ওসমান হাদিকে যারা হত্যাচেষ্টা করেছে তাদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এ সরকার। আমাদের নিরাপত্তা নিজেরদেরই নিশ্চিত করতে হবে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনের যে নির্বাচন, এ নির্বাচন হচ্ছে গণভোট। আগামী নির্বাচনে, গণভোটে সংস্কারের পক্ষে গণজোয়ার তৈরি হবে, আমরা সে প্রত্যাশা রাখি। এনসিপির যারা পদপ্রার্থী রয়েছেন, তারা সংস্কারের পক্ষে। শাপলা কলি নিয়ে জনগণের দরজায় যাবেন। আমরা সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আমরা কখনোই আর বাংলাদেশকে ৫ আগস্টের পূর্ববর্তী জায়গায় ফিরে নেব না।