অবশেষে দীর্ঘ ১৮ বছরের লন্ডনে নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গাজীপুরের লক্ষাধিক নেতাকর্মী অংশ নেবে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে টঙ্গীর ইজতেমা রোড সংলগ্ন নবী হাউজে মহানগর বিএনপির এক প্রস্তুতি সভায় এ তথ্য জানিয়েছে নেতারা। সভায় মহানগর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।
মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি, বিএনপির প্রবীন নেতা মীর হালিমুজ্জামান ননী, মাহবুবুল আলন শুক্কুর, এডভোকেট আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন সরকার, হান্নান মিয়া হান্নু, সাবেক কাউন্সিলর আবুল হাসেম, মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন প্রমুখ।
প্রস্তুতি সভায় নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে। এ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে। সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে গাজীপুর থেকে লক্ষাধিক লোকের অংশগ্রহণের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। এরপর পুর্বাচলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।