আশরাফুল আলম ওরফে হিরো আলম আমজনতার দলে যোগ দিয়েছেন। বিষয়টি রোববার (২৮ ডিসেম্বর) নাগরিক প্রতিদিনকে নিশ্চিত করেন দলটির সদস্য সচিব মো. তারেক রহমান নিজেই।
তারেক রহমান জানান, হিরো আলম বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করবেন।
এদিকে রোববার রাতে পল্টনে এক সংবাদ সম্মেলনে মো. তারেক রহমান বলেন, ‘হিরো আলম ভাইকে নিয়ে অনেক কথা হয়। তিনি ফানি ভিডিও বানান, অন্য রকম সুরে গান করেন। কিন্তু তিনি আমাদের দলের হয়ে নির্বাচন করছেন।’
এ সময় হিরো আলমের হাতে দলের প্রতীক প্রজাপতি সম্বলিত স্মারক উপহার তুলে দেন তারেক রহমান।
হিরো আলম বলেন, ‘আমি চারবার নির্বাচন করেছি, চারবারই মার খেয়েছি। আবারও নির্বাচনে অংশ নিচ্ছি, আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে।’
নির্বাচনের পর এই দলে থাকবেন কি না—এমন প্রশ্নে আলম বলেন, ‘যেহেতু একটা দলে যোগ দিয়েছি, দলে থাকতে চাই।’