আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমন্বয়ে গঠিত জোটে যোগ দিচ্ছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। এ ব্যাপারে দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ জানিয়েছেন, এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র জমাদানের পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আসাদুজ্জামান ফুয়াদ আরও বলেন, ইতোমধ্যে আসন বণ্টন নিয়ে সমঝোতা আলোচনা হয়েছে। আরও কয়েকটি আসন নিয়ে আলোচনা চলছে। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করা হবে।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি যৌথ অভিযান চালানো প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, নির্বাচিত হলে জনগণের শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবেন।
এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।