জামায়াত-এনসিপি জোট
জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করে আসন ভাগাভাগির আলোচনা এগিয়ে চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। তবে নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে কোনো ফয়সালা এখনো হয়নি বলে জানিয়েছেন দলের সদস্য-সচিব আখতার হোসেন।
রোববার (৪ জানুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নে তিনি জানান, তাদের মনোযোগ এখন শুধু নির্বাচনের দিকে।
জামায়াতের সঙ্গে জোটে এনসিপি ৩০টি আসন পাচ্ছে বলে খবর ছড়িয়েছে। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে আখতার হোসেন বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা চলমান।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেওয়ার পর জামায়াতের সঙ্গে জোট গড়ার কারণ ব্যাখ্যা করে তিনি জানা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের কারণে জোটে গিয়েছেন তারা। জুলাই সনদ অনুসারে সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে, তা এনসিপির একার পক্ষে সম্ভবপর হবে না, তাই তারা সমমনা দলের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন।
এ জোট ভোটে জিতে যদি সরকার গঠন করে, তাহলে প্রধানমন্ত্রী কে হবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এনসিপির সদস্যসচিব বলেন, এ নিয়েও তাদের আলোচনা অব্যাহত আছে। আলোচনা শেষে তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আপাতত নির্বাচনী বৈতরণি পার করতে চান তারা।