বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ঢাকার একজন সাংবাদিক নেতা বিএনপির প্রধানকে মাননীয় বলার প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।
তিনি বলেন, আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণ মন দেশেই ছিল।
বেলা সোয়া ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এক সভার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তারেক রহমান বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।