বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চার দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এদিন প্রথমে বাংলাদেশে নিযুক্ত নর্ডিক অঞ্চলের সুইডেন, ডেনমার্ক ও নরওয়ের রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিনও গুলশান কার্যালয়ে যান।
ধারণা করা হচ্ছে, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ও বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়ন পরিকল্পনা কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডক্টর মাহদী আমিন ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।
এর আগে গত সোমবার ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) যুক্তরাষ্ট্র ও কানাডার রাষ্ট্রদূতরা তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সব মিলিয়ে এক দিনে ৯ জন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান। বিএনপির ভবিষ্যৎ কূটনৈতিক নীতি, ৩১ দফা রূপরেখা, নির্বাচনি পরিবেশ, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় এসব আলোচনায় উঠে আসে।