প্রকাশিত :
২০ ডিসেম্বর ২০২৫, ৮:৪১:৩১
বিশ্বনবী হজরত মুহাম্মাদ (সা.) বলেছেন, ‘এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি অধিকার রয়েছে- ১. সাক্ষাতে সালাম দেওয়া, ২. দাওয়াতে সাড়া দেওয়া, ৩. পরামর্শ চাইলে সত্য পরামর্শ দেওয়া, ৪. হাঁচি দিলে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা, ৫️. অসুস্থ হলে দেখতে যাওয়া, ৬️. মৃত্যুবরণ করলে জানাজায় অংশ নেওয়া।’ (সহিহ মুসলিম: ৫৪৬৬)
এ হাদিস থেকে স্পষ্ট- জানাজায় অংশগ্রহণ কেবল কর্তব্য নয়, এটি উম্মতের ঐক্যেরও প্রতীক।
জানাজায় উপস্থিত হওয়া যদিও প্রতিবেশির পরস্পরের অধিকার। অধিকার আদায়ে কেউ জানাজায় অংশগ্রহণ করলে তার জন্য রয়েছে দুনিয়া ও পরকালের অনেক উপকারিতা। জানাজায় উপস্থিত হওয়ার ফলে মানুষ যখন মৃত ব্যক্তিকে দেখবে, তখন দুনিয়ার অন্যায় ও মন্দ কাজের চিন্তা ওই ব্যক্তির মাঝে কাজ করবে না।
আর যারা জানাজায় উপস্থিত হবে, তাদের জন্য রয়েছে এক কিরাত ছাওয়াব। আর যারা দাফনের জন্য কবর পর্যন্ত যাবে, তাদের জন্য রয়েছে দুই কিরাত ছাওয়াব। এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বর্ণনা করেন-
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি দুই কিরাত নেকি পাবে। আর প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাজা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে (বাড়ি) ফিরবে। (বুখারি-মুসলিম)
ইসলাম মৃতের মর্যাদা অক্ষুণ্ণ রাখে; এমনকি পাপী মুসলমানেরও। নবীজির (স.) আদেশ অনুযায়ী, নামাজ না পড়া, ঋণগ্রস্ত বা আত্মহত্যাকারী মুসলমানেরও জানাজা পড়তে হবে। তবে নেতৃত্বস্থানীয় আলেম বা সমাজনেতারা চাইলে শাস্তিস্বরূপ এমন জানাজায় অংশ না নেওয়ার সুযোগ রাখেন। (ফতোয়া মাহমুদিয়া, খণ্ড ৮)
জানাজার নামাজ শুধু মৃত্যুর পরের আনুষ্ঠানিকতা নয়, বরং জীবিতদের জন্যও এক বড় শিক্ষা যে, মৃত্যুর পরও সম্পর্ক, ভালোবাসা ও দোয়ার বন্ধন যেন না ছিন্ন হয়। এ নামাজে অংশগ্রহণ মানে হলো আল্লাহর সন্তুষ্টি, পাহাড়সম সওয়াব, আর পরকালের জন্য অনন্ত পাথেয় অর্জন করা।
যখনই আমাদের কোনো আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি মৃত্যুবরণ করবে, হাদিসের ঘোষণা অনুযায়ী সবার উচিত জানাজায় অংশগ্রহণ করা। সময় এবং সুযোগ থাকলে জানাজার নামাজের পর মৃত ব্যক্তিকে দাফন পর্যন্ত কবরস্থানে অপেক্ষা করে দুই কিরাত নেকি লাভ করার সুযোগ গ্রহণ করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত ছাওয়াব লাভে জানাজায় অংশগ্রহণ এবং দাফন পর্যন্ত থেকে মৃতব্যক্তির জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।