সাকিবের মাইলফলক লম্বা প্রতীক্ষা, আবারও ব্যর্থ
ক্রিকেট কোর্টে বড় রেকর্ড গড়ার স্বপ্ন স্থগিত, মাঠে হতাশা ছড়াল
প্রকাশিত :
১৭ আগস্ট ২০২৫, ৬:৫৪:২৩
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে দুই ম্যাচে ব্যাট ও বল দু’ইয়েই জাগ্রত করতে পারেননি সাকিব আল হাসান। স্বাভাবিক ঝলক না থাকলেও তার দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস ৬ উইকেটে বার্বাডোজ রয়্যালসকে হারিয়ে প্রথম জয় তুলে নিল। তবে সাকিবের স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক এখনও অপেক্ষারত।
রবিবার বাংলাদেশ সময় সকালে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৫১ রান তোলে বার্বাডোজ। জবাবে স্বাগতিক ফ্যালকনস ১৮.৪ ওভারে লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যুক্তরাষ্ট্রের ব্যাটার কারিমা গোরে। ৫৩ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংসে তিনি ৪টি চার ও ৪টি ছক্কা মারেন এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত ফ্যাবিয়ান অ্যালেনের একটি ছক্কায় ম্যাচ শেষ হয়। গোরে নির্বাচিত হন ম্যাচসেরা।
এই ম্যাচেও বোলিংয়ে সুযোগ কম পেয়েছেন সাকিব। ইনিংসের ১৫তম ওভারে মাত্র এক ওভার বোলিং করেন এবং ১৪ রান খরচ করেন। সেই কারণে পরবর্তী সময়ে তাকে আর বোলিংয়ে আনা হয়নি। ব্যাট হাতে একবার জীবন পেলেও ইনিংস বড় করতে পারেননি; ১৩ বলে ১৩ রান করে লং অনে ক্যাচ দিয়েছেন। আগের ম্যাচে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ১১ বলে ১৬ রান এবং এক ওভার বোলিং করেছিলেন।
টানা দুই ম্যাচে উইকেট শূন্য থাকার ফলে সাকিবের ৫০০ টি-টোয়েন্টি উইকেটের মাইলফলক আরও দীর্ঘায়িত হলো। বর্তমানে তার উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৮। পরবর্তী সুযোগ আসছে আগামীকাল সোমবার।
যেখানে সাকিবের ব্যক্তিগত ফর্ম হতাশাজনক, সেখানে দলের প্রথম জয় তাকে স্বস্তি দিয়েছে। ফ্যালকনসের জয় নিশ্চিত করতে কারিমা গোরের ঝড়ো ইনিংস ও ইথান বশের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগামী ম্যাচে সাকিবের পারফরম্যান্স টিমের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।