বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
| ২০ কার্তিক ১৪৩২
লিটন-তানজিদের ব্যাটে সহজ জয়, টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ
নাগরিক ডেস্ক
এশিয়া কাপকে সামনে রেখে দারুণ প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জয় পেয়েছে ৯ উইকেটে। তাতে সিরিজও নিশ্চিত করেছে (২-০) বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের অধীনে এটি দলের চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ জয় এবং সার্বিকভাবে টানা তৃতীয় সিরিজ জয়ের রেকর্ড।
মাত্র ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে পারভেজ হোসেন ইমন (২৩) দ্রুত ফিরে গেলেও বাকিটা সামলান লিটন ও তানজিদ। তানজিদ খেলেন অপরাজিত ৫৪ রানের ইনিংস, যা সাজানো ছিল ৪ চার ও ২ ছক্কায়। লিটন থাকেন অপরাজিত ১৮ রানে। তাদের জুটিতেই ১৩.১ ওভারে সহজ জয় নিশ্চিত হয়।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস থামে মাত্র ১০৩ রানে। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। বাংলাদেশের বোলারদের মধ্যে নাসুম আহমেদ নেন ৩ উইকেট, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে। ম্যাচসেরা হয়েছেন নাসুম।