কাঠমান্ডুতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, সেনাবাহিনীর সহায়তায় ফিরছেন জামাল ভূঁইয়ারা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:২১:৫১
নেপালে চলমান ছাত্র-জনতার আন্দোলনে অচল হয়ে পড়েছিল স্বাভাবিক জীবন। এর প্রভাব পড়ে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ জাতীয় ফুটবল দল গত কয়েকদিন ধরে আটকে ছিল কাঠমান্ডুতে। তবে মঙ্গলবার রাতে নেপাল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছে বুধবার সকালে। সেই সুযোগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে এবং নেপাল সেনাবাহিনীর সহায়তায় বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামাল ভূঁইয়া, রাকিব হাসানরা। বেলা সাড়ে ১১টার পর তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। শুধু খেলোয়াড়রাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকেরাও একই বিমানে ফিরছেন।
বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে জাতীয় ফুটবল দলকে। রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা এ এস এম সাদেক বলেন, ‘আমরা নেপালের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছি। বিশেষ বিমানের ব্যবস্থা করার চেষ্টা চলছে। অনুমতি মিললে তারা সরাসরি বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন।’
এদিকে আটকে থাকা সময়টা হোটেলে থেকেই কাটিয়েছেন ফুটবলাররা। জিম সেশন করে ফিটনেস ধরে রেখেছেন তারা। বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘আগের চেয়ে পরিবেশ শান্ত। পরিবারও এখন উদ্বিগ্ন নয়। সবাই চেষ্টা করছেন আমাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য।’