নেপালে আন্দোলনের কারণে আটকা পড়া বাংলাদেশ ফুটবল দল বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১:৫৯:৪৯
ফিফা প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সরকারবিরোধী আন্দোলনের কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফেরার পথে রয়েছে। বৃহস্পতিবার সকালেই দলটির সদস্য জামাল ভূঁইয়ারা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুপুর ৩টার মধ্যে বাংলাদেশ দল এবং সঙ্গে থাকা সাংবাদিকরা দেশে পৌঁছানোর কথা রয়েছে। নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান ও দূতাবাসের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের সম্মিলিত প্রচেষ্টায় দলটিকে নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। সংবাদ সংগ্রহের জন্য নেপালে গিয়ে থাকা সাংবাদিকরাও একই ফ্লাইটে দেশে ফিরছেন।
এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টা ফেসবুকে লিখেছেন, ‘আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিরাপদে ফেরাতে নেপালের উদ্দেশ্যে বিমানবাহিনীর বিমান পাঠিয়েছেন সরকার।’ বাংলাদেশ ফুটবল দল ৩ সেপ্টেম্বর নেপালে পৌঁছেছিল দুটি প্রীতি ম্যাচ খেলতে। প্রথম ম্যাচ ৬ সেপ্টেম্বর গোলশূন্য ড্র হিসেবে শেষ হয়। দ্বিতীয় ম্যাচ ৯ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে তা বাতিল হয়ে যায়।