মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
| ১৯ কার্তিক ১৪৩২
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দলে ছিলেন। এরপর তৃতীয় ম্যাচে দল থেকে বাদ পড়েছিলেন তিনি। এবার জানা গেছে, তৃতীয় ম্যাচের পরেই ভারতে ফিরে আসছেন কুলদীপ যাদব। অর্থাৎ শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ভারত ‘এ’ দলের দ্বিতীয় ম্যাচে খেলবেন কুলদীপ। সামনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। সেই সিরিজের আগে কুলদীপকে প্রস্তুতির সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলার সুযোগ করে দেওয়ার জন্য টি-টোয়েন্টি দল থেকে কুলদীপকে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাল বলের ক্রিকেটের আগে কুলদীপকে প্রস্তুতির সুযোগ করে দেওয়ার জন্য এই অনুরোধ করা হয়েছে। সেই অনুরোধ মেনে নিয়েছে বিসিসিআই।’