প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৪৭:২০
গত বছরের ৫ নভেম্বরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদে যোগ দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। এরপর নতুন করে নিজের প্রথম সিরিজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ইউনিটের দেখভালের দায়িত্বটাও পেয়ে যান তিনি।
আয়ারল্যান্ড সিরিজের পরই বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদে চুক্তি থাকলেও, মাত্র এক বছরের মাথায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন। ক্রিকবাজ জানিয়েছে, ‘সালাহউদ্দিন তার বর্তমান ভূমিকায় অসন্তুষ্ট হওয়ায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বোর্ডকে এরই মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন’।
ক্রিকবাজকে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সালাউদ্দীন বলেছেন, ‘হ্যাঁ, আমি পদত্যাগ করছি’। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পদত্যাগপত্রে সালাউদ্দীন লিখেছেন, এখন আর নিজের ভূমিকায় কাজ করে আনন্দ পাচ্ছেন না।
সালাহউদ্দিনের অধীনে খুব একটা ভালো সময় যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দলের। ব্যাটিং বিপর্যয়ে ক্রিকেটারদের অধারাবাহিকতার ছাপ একেবারে স্পষ্ট। গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। যেখানে আসন্ন আয়ারল্যান্ড সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে।