প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৫, ১২:৫৬:২৩
খেলোয়াড় হিসেবে ছিলেন সেরাদের সেরা। কোচিং ক্যারিয়ারকেও অসাধারণ বললে ভুল শোনাবে না। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে কোচ হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলেন তিনি। এরপর ২০২১ সালে শেষবারের মত রিয়াল মাদ্রিদে ডাগ আউটে দেখা মিলেছিল এই কিংবদন্তির। আবারও ফুটবলের সবুজ গালিচার ডাগ আউটে ফিরছেন দ্যা জিনিয়াস খ্যাত জিনেদিন জিদান।
প্রেক্ষাপট ২০০২। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার লেভারকুজেন। ম্যাচের ৪৪তম মিনিটে রবার্তো কার্লোসের দেয়া ক্রসে ভলি করে মারলেন জিদান। প্রতিপক্ষের জাল স্পর্শ করে ১-২ গোলে লিড নেয় ব্লাংকোসরা। শেষ পর্যন্ত স্কোরে আর কোনো পরিবর্তন আসেনি। সেবার চ্যামিপয়নস লিগের নবম শিরোপা নিজেদের করে নেয় রিয়াল মাদ্রিদ।
এরপর অনেক সময় পেরিয়ে সেই চিরচেনা ক্লাবে প্রত্যাবর্তন করেছিলেন। তবে খেলোয়াড় হিসেবে নয় বরং কোচ হিসেবে। রিয়াল মাদ্রিদকে থ্রী পিট এনে দেয়া মানুষটার নামই জিনেদিন জিদান। তারপর নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছিলেন ফ্রেঞ্চ এই কিংবদন্তি। সময় পেরিয়ে দলের বিপদে আবার ফিরে আসেন তিনি। এরপর ২০২১ সালে ট্রফি বিহীন মৌসুমে চাকরি ছেড়ে পরিবারকে সময় দেয়া শুরু করেন সাবেক এই রিয়াল মাদ্রিদ বস।
বরফ গলে পানি হলেও চার বছর ধরেই আছেন মাঠের বাইরে। এর মধ্যে বেশ কিছু চারকরির প্রস্তাবও পেয়েছেন তিনি। কিন্তু গ্রহণ করেননি। তবে ২০২৬ সালে কোচিং-এ ফিরছেন জিনেদিন ইয়াজিদ জিদান। স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়ারিও এএসের সংবাদ অনুযায়ী ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন জিনেদিন জিদান। তবে সেটা ফিফা বিশ্বকাপের পর।
বর্তমান ফ্রান্স জাতীয় দলে কোচের দায়িত্বে আছেন দিদিয়ের দেশম। এই মানুষটাই ১৮ বিশ্বকাপে ফ্রান্সের ডাগ আউট সামাল দিয়ে বিশ্বকাপ উপহার দেন ফ্রান্সকে। প্রায় ১৩ বছর ধরে এই দায়িত্ব পালন করছেন তিনি। বিদায় ঘন্টার দ্বারপ্রান্তে আছেন ব্লুজদের বস। আর সেই দায়িত্ব বুঝে নিবেন আরেক কিংবদন্তি জিনেদিন জিদান।